রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কংক্রিটের ব্রিজে কাঠের পাটাতন

হবিগঞ্জ প্রতিনিধি

কংক্রিটের ব্রিজে কাঠের পাটাতন

আজমিরীগঞ্জ পৌর এলাকার ঝুঁকিপূর্ণ ব্রিজ -বাংলাদেশ প্রতিদিন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আজিমনগর জুম্মাহাটি মধ্যকার একমাত্র ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রড ও কংক্রিটের এ ব্রিজে চলাচলের জন্য লাগানো হয়েছে কাঠের পাটাতন। যা ঝুঁকি আরও বাড়িয়েছে। যে কোনো সময় পাটাতন ভেঙে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কার্যকরি কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিন দিন ব্রিজটির অবস্থা ভয়ানক হয়ে উঠছে। আজমিরীগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আরমান হাফিজ বলেন, ব্রিজের নিচে পানি বেশি থাকায় কাজ করা সম্ভব হচ্ছে না। কিছু দিন আগে ব্রিজটি ভেঙে একটি কালভার্ট নির্মাণের জন্য টেন্ডার করা হয়েছিল। পানি কমলেই কাজ শুরু হবে। একই কথা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী। কাজ পাওয়া প্রতিষ্ঠান আর কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রিংকু দেব নাথ জানান, ওই স্থানে নতুন একটি কালভার্ট নির্মাণের জন্য ৯ লাখ টাকার টেন্ডার হয়েছে। ব্রিজের নিচে পানি থাকায় কাজ করা সম্ভব হচ্ছে না। পানি কমার সঙ্গে সঙ্গে কাজ শুরু করা হবে। জানা যায়, আজিমনগর জুম্মাহাটি ব্রিজটি ৩০-৩৫ বছর আগে নির্মিত। এ ব্রিজ দিয়ে প্রতিদিন চলাচল করে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। গত কয়েক বছরে ব্রিজের মধ্যভাগসহ কয়েকটি অংশে ঢালাইয়ে ধস দেখা দিয়েছে। খসে পড়ছে ইট-পাথর। বের হয়ে গেছে বড় বড় রড। ঝুঁকিপূর্ণ জেনেও কাঠের পাটাতন দিয়ে চলাচল করছে সাধারণ মানুষ ও যানবাহন। স্থানীয়রা বলছেন, এ ব্রিজ দিয়ে আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, মিয়াধন মিয়া উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত এটি নতুন করে নির্মাণ অথবা সংস্কার করা প্রয়োজন। তারা বলেন, ব্রিজটি এখন চলাচলের অনুপযোগী। একটি বেহাল ব্রিজের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।

সর্বশেষ খবর