ঝিনাইদহে বাবার ইচ্ছা পূরণ করতে হাতির পিঠে চড়ে রাজকীয় পোশাকে বিয়ে করতে গেলেন বর রাফাতুজ্জামান প্রান্ত। মাহুতের সঙ্গে গতকাল দুপুরে শহরের ব্যাপারীপাড়া এলাকা থেকে পায়রা চত্বর ঘুরে জোহান পার্কের উদ্দেশে রওনা দেন তিনি। রাস্তার দুই পাশে হাতি ও বরকে দেখার জন্য জনতা ভিড় জমায়। পুরনো দিনের রেওয়াজ অনুসারে হাতি নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন সুধী মহল।