শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মুন্সীগঞ্জে বাজুসের মতবিনিময় সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ও মুন্সীগঞ্জ জেলা স্বর্ণশিল্পালয়ের মধ্যে মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের একটি রেস্টুরেন্টে এ সভায় বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জ স্বর্ণশিল্পালয় সংগঠনের জেলা সভাপতি অজয় কর্মকার পুটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি ও চেয়ারম্যান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং ডা. দিলীপ কুমার রায়। বালিগাঁওয়ে ডাকাতি হওয়া স্বর্ণসহ সব মালামাল উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে ডা. দিলীপ কুমার রায় বলেন, অতিদ্রুত জেলার সব স্বর্ণ ব্যবসায়ীকে বাজুসে অন্তর্ভুক্তির মাধ্যমে নিরাপত্তা কাঠামো গঠন করা হবে। সভায় বক্তৃতা করেন বাজুসের সহসম্পাদক নারায়ণ চন্দ্র দে, কার্যনির্বাহী সদস্য রিপনুল হাসান, সাবেক কোষাধ্যক্ষ ও কার্যনিবাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, মুন্সীগঞ্জ জেলা স্বর্ণশিল্পালয়ের সাধারণ সম্পাদক লক্ষ্মণ মুখার্জি প্রমুখ।

সর্বশেষ খবর