সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনের দাবি স্থানীয়দের

রাঙামাটি প্রতিনিধি

১১ মাসে তিন দফা স্থাগিত রাঙামাটির জুরাছড়ি উপজেলার মৈদং ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদের নির্বাচন। ২০২২ সালে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এসব পরিষদের নির্বাচন। কিন্তু অদৃশ্য কারণে চলতি বছরে তিন দফা স্থাগিত করা হয় ওই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে স্থানীয় প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সম্প্রতি রাঙামাটি রিপোর্টার্স ইউনিয়নের সম্মেলন কক্ষে জুরাছড়ি উপজেলার স্থাগিত মৈদং ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদের নির্বাচন দ্রুত পুনর্নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বীরঙ্গ লাল চাকমা। এ সময় জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কল্যাণ ময় চাকমা, দুমদুম্যা ইউনিয়নের কারবারি  জুলি চাকমা, মৈদং ইউনিয়ন পরিষদের কাউন্সিলর প্রার্থী উষারানী চাকমা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কল্যাণ ময় চাকমা অভিযোগ করে বলেন, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রাঙামাটি জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু অদৃশ্য কারণে মৈদং ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এর পর ৩১ মার্চ তফসিল ঘোষণা করা হলে আবারও স্থাগিত আদের্শ আসে। সর্বশেষ ১১ ডিসেম্বর তৃতীয়বারের মতো এসব ইউপিতে নির্বাচন স্থাগিত করেন কমিশন।

কিন্তু দীর্ঘ ১১ মাস ধরে ওই দুই ইউপিতে নির্বাচন না হওয়ার কারণে নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। ভোগান্তি বাড়ছে স্থানীয়দের। শুধু তাই নয় হতাশ হচ্ছে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরাও। মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বীরঙ্গ লাল চাকমা বলেন, এলাকার আইনশৃঙ্খলা ঠিক থাকার পরও কেন যে নির্বাচন স্থাগিত করা হচ্ছে তার সঠিক জবাব কারও জানা নেই। নির্বাচন স্থগিত হওয়ার কারণ সুস্পষ্ট না হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, দেশের গণতন্ত্র চর্চা ও সরকারের সুষম উন্নয়ন প্রান্তিক পর্যায়ে নিশ্চিত করতে হলে এ স্থগিত আদেশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় মৈদং ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদের সাড়ে ৪ হাজার মানুষ গণতান্ত্রিক ভোট অধিকারের জন্য আন্দোলনের মাধ্যমে বিকল্প পথ খুঁজে নেবে। স্থানীয়দের নানা সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে রাঙামাটির জুরাছড়ির উপজেলার স্থাগিত মৈদং ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদের নির্বাচন দ্রুত পুনর্নির্ধারণের দাবি জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর