যশোরে চৌগাছায় স্মার্ট বাংলাদেশ গঠনের তথ্য প্রযুক্তির ব্যবহার ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে যশোরের চৌগাছা প্রেস ক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করেন আইটি বিশেষজ্ঞ যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা আশীষ ইসলাম। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। সভার আয়োজক মোস্তফা আশীষ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। তার নেতৃত্বেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। তিনি বলেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি- এ চার ভিত্তির ওপর দাঁড়িয়েই স্মার্ট হবে বাংলাদেশ। তিনি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দ্রুত তথ্য প্রদানের ক্ষেত্রে গণমাধ্যম ইতোমধ্যেই প্রযুক্তিকে সফলভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছে।