রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সোনার দোকানে ডাকাতি ও খুনে গ্রেফতার ২

ফেনী প্রতিনিধি

সোনার দোকানে ডাকাতি ও খুনে গ্রেফতার ২

ফেনীর সোনাগাজীর অর্জুন স্বর্ণ শিল্পালয়ে দিনদুপুরে ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত দুজনকে পিরোজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ দল। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে গত শুক্রবার রাতে তাদের গ্রেফতার করে সোনাগাজী থানায় নিয়ে আসে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতাররা হল আইনাল মাল (৩২) ও রাকিব মাল (২১)। তাদের বাড়ি মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দক্ষিণ বেছকি গ্রামে। পুলিশ জানায়, আলোচিত ওই হত্যাকাণ্ড ও সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িতদের পুলিশ ইতিমধ্যে শনাক্ত করেছে। অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। র‌্যাব-৭ এর অধিনায়ক সাদেকুল ইসলাম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার দুজনকে সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর দিনদুপুরে মোটরসাইকেলে হেলমেট পরিহিত ছয়জন অস্ত্রধারী অর্জুন স্বর্ণ শিল্পালয়ের সামনে আসে। এদের মধ্যে চারজন সোনার দোকানে প্রবেশ করে এবং দুজন ১০-১২টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তারা ৪-৫ মিনিটের মধ্যে দোকানের শোকেচের গ্লাস ভেঙে সোনা ও নগদ টাকা লুট করে।

 

সর্বশেষ খবর