শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বসুন্ধরার শীতবস্ত্র পেয়ে খুশি অসহায় মানুষ

কম্বলটা দিয়া মোক বাঁচালিন বাবা

জয়পুরহাট প্রতিনিধি

কম্বলটা দিয়া মোক বাঁচালিন বাবা

আক্কেলপুরে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে গতকাল ১ হাজার কম্বল বিতরণ করা হয়

‘বাবারে ঠান্ডার মধ্যে বড়ই কষ্ট। ঠান্ডার জ্বালায় সারা রাত চোখের পাতা এক করতে পারি না। ভাঙা জানালা দিয়ে শির শির করে আসা বাতাসে গোটা গাও বরফ হয়ে যায়। কম্বলটা দিয়া মোক বাঁচালিন বাবা। খায়া থাকো আর না খায়া থাকো চোখের পাতাটা তো এক করা পারমু।’ বসুন্ধরা গ্রুপের দেওয়া কম্বল হাতে পেয়ে কথাগুলো বলছিলেন জয়পুরহাট সদর উপজেলার শাপলা নগর এলাকার আমেনা খাতুন। কম্বল পেয়ে খুশি জেলার কালাই উপজেলার হাতিয়র গ্রামের বৃদ্ধা আকলিমা বেওয়া। তিনি বলেন, ‘শীতে মোটা একটা কাপড়ের অভাবে ভালো করে ঘুমাতে পাড়োনি। খুব কষ্ট করে রাত পার করছো। কত জনেক বলেছো একটা কম্বল দেওয়ার জন্য, কেউ দেয়নি। আজ ওনারা (বসুন্ধরা গ্রুপ) একটা কম্বল দিল। অনেক দরকার ছিল কম্বলটা।’ ক্ষেতলাল উপজেলার মুন্দাইল গ্রামের খাদিজা বেগম বলেন, ‘হামরা গরিব মানুষ বাবা। হামাগেরে এ বিপদে বসুন্ধরা গ্রুপ কম্বল দিয়ে সাহায্য করলো। আল্লাহ যেন চেয়ারম্যান স্যারসহ তার পরিবারকে সুখে শান্তিতে রাখে।’ জয়পুরহাটে অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল দিনব্যাপী জয়পুরহাট সদর, পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলায় ১ হাজার শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, নৃপেন্দনাথ মন্ডল, খ ম আবদুর রহমান রনি, তিতাস মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর