শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দেড় মাসে পাওয়া যায়নি এক ছটাক ধানও

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় খাদ্য অধিদফতরের অধীনে ধান সংগ্রহ অভিযান এখন পর্যন্ত পুরোপুরি ব্যর্থ হয়েছে। অভিযান শুরুর দিন ছাড়া দেড় মাসে এক ছটাক ধানও সংগ্রহ করতে পারেনি উপজেলা খাদ্য অফিস। ফুলবাড়ীর কৃষকের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে ১ হাজার ৬ টন ধান এবং ৪২ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ২ হাজার ৭৪৯ দশমিক ১১০ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছরের ২৯ নভেম্বর শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ সংগ্রহ অভিযান। গতকাল পর্যন্ত ধান সংগ্রহ বলতে উদ্বোধনের সময়ের এক টনই। আর চাল সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ। বাজারে ধানের দাম বেশি হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ফলে চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। ফুলবাড়ী পৌর ধানের বাজারসহ বারাইহাট, আমডুঙ্গি, রাঙামাটি, মেলাবাড়ী, মাদিলাহাট, আটপুকুর ও পুকুরীহাটে দেখা যায়, সরকার নির্ধারিত ক্রয় মূল্যের চেয়ে প্রতি কেজি ধান ২ থেকে ৪ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর