শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জয়পুরহাটে আলোর মুখ দেখার অপেক্ষায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে আলোর মুখ দেখার অপেক্ষায় রয়েছে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম। করোনাভাইরাসসহ নানা কারণে এ কার্যক্রমে মুখ থুবড়ে পড়লেও বর্তমান জেলা প্রশাসনের কার্যকরী পদক্ষেপে এটি বাস্তবায়ন হতে চলেছে। এ বিষয়ে সাংবাদিকদের জানাতে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা প্রশাসন। এতে এ কর্মসূচির বর্তমান অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা ভিক্ষুকদের পুনর্বাসন ও সহযোগিতার জন্য ২০১৮ সালে একটি তহবিল গঠন করা হয়। সে তহবিলে জয়পুরহাট জেলার সব দফতরের কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে প্রদান করেন। সেই অর্থের পরিমাণ ৩৫ লাখ ৯৮ হাজার ৮৩৫ টাকা। পরে ২০১৯ সালের মে মাসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুদান হিসেবে ৩০ লাখ টাকা বরাদ্দ হয়। এতে মোট টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ৬৬ লাখ টাকা। এরপর ২০২০ সালের জানুয়ারি মাসে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নে ২৬ ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ব্যয় হয় ২ লাখ ৭৫ হাজার টাকা। পরে করোনাভাইরাসের প্রকোপের কারণে ২০২১ সাল পর্যন্ত এই প্রকল্পের কাজ বন্ধ ছিল।

সর্বশেষ খবর