রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কুমিল্লার গাছে হাসবে প্রবালদ্বীপ সেন্টমার্টিন

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লার গাছে হাসবে প্রবালদ্বীপ সেন্টমার্টিন

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বৃক্ষ উৎসব। কুমিল্লার গাছ নদী ও সাগর পাড়ি দিয়ে পৌঁছাল সেন্টমার্টিনে। সেন্টমার্টিন বি এন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে গতকাল বৃক্ষ উৎসব হয়। উৎসবের উদ্যোক্তা চিকিৎসক আবু মোহাম্মদ নাঈম। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের সহস্রাধিক গাছ উপহার দেওয়া হয়। এর মধ্যে রয়েছে আম, কাঁঠাল, করমচা, অর্জুন, অশোক, সোনালু, কৃষ্ণচূড়া, হিজল, সমুদ্রজবাসহ সাত প্রজাতির শোভাবর্ধক গাছ। সাগর তটে রোপণ করা হয় সাগর লতা গাছ। এ গাছ বালিয়াড়ি বাড়াতে ভূমিকা পালন করে। যা দ্বীপের ভূখন্ড বাড়াতে সহয়তা কবরে। আয়োজনে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজালাল সরকার, ডা. আবু মোহাম্মদ নাঈম, শিক্ষক, স্থানীয় ব্যক্তিবর্গ। সেন্টমার্টিন বি এন স্কুলের শিক্ষক যতিন রায় বলেন, এখানে সরকারি উদ্যোগে তেমন কোনো আয়োজন হতে দেখিনি। ব্যক্তি উদ্যোগে এমন কর্মকান্ড প্রশংসার দাবিদার। অধ্যক্ষ শাহজালাল সরকার বলেন, পরিবেশ দূষণ রোধ ও গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে বৃক্ষ রোপণের বিকল্প নেই। ডা. আবু মোহাম্মদ নাঈম বলেন, সাগর লতা গাছ দ্বীপের বালিয়াড়ি বাড়াতে সাহায্য করে। যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সেন্টমার্টিনে সাগরলতার শিকড় আঁকড়ে বাড়বে ভূমি।

সর্বশেষ খবর