রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

থানায় অভিযোগ দেওয়ার চার দিন পর বাদী খুন

পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

নারায়ণগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে সংঘর্ষে মোসলেম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। এর আগে ২১ ফেব্রুয়ারি মোসলেম আড়াইহাজার থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন। এতে উল্লেখ করেন, ‘প্রতিপক্ষ খারাপ প্রকৃতির লোক। আমাকে আক্রমণ করতে পারে। আমাকে মেরে ফেলতে পারে।’ চার দিন পর মোসলেমের থানায় অভিযোগ দেওয়া সেই শঙ্কা সত্যি হয়েছে। মোসলেমের খুনের জন্য পুলিশের অবহেলা ও দায়িত্বহীনতাকে দায়ী করছেন তার স্ত্রী সাহেরা বেগম। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ২১ ফেব্রুয়ারি থেকে আমরা থানায় ঘুরেছি লিখিত অভিযোগ নিয়ে। সেই অভিযোগে আমার স্বামী মোসলেম আশঙ্কা করেছিল তাকে হত্যা করা হতে পারে। অভিযোগটি থানায় দিয়েছি, পুলিশ আসেনি। এমনকি সংঘর্ষের ঘটনার সময়ও আমি ও আমার মেয়ে বার বার আড়াইহাজার থানা পুলিশকে ফোন দিয়েছি। পুলিশ এলে আমার স্বামীকে জীবন দিতে হতো না। আড়াইহাজার থানার এসআই ইমরান জানান, আমি মোসলেম নামে কারও কাছ থেকে কোনো অভিযোগপত্র পাইনি। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ২১ তারিখে কোনো অভিযোগ দিয়েছে কিনা আমার জানা নেই। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার দুপুরে উপজেলার সালমদী নয়াপাড়া গ্রামে বাতেন ও তার চাচাত ভাই মোসলেম গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষ বাধে। নারীসহ কমপক্ষে ১৫ আহত হন। এদের মধ্যে মোসলেমের অবস্থা আশঙ্কাজনক ছিল।

সর্বশেষ খবর