রাজশাহীর মোহনপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুল শিক্ষকসহ দুই ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাকইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৭) এবং ভ্যানচালক উজ্জ্বল হোসেন (৫৫)। নাটোরের বড়াইগ্রামের হারোয়া এলাকায় গতকাল সকালে ট্রাক্টরের চাপায় সূর্য হোসেন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।