কুড়িগ্রামে পুলিশের করা নাশকতার মামলায় উচ্চ আদালতে জামিনপ্রাপ্ত ১২ জামায়াত-শিবির নেতা-কর্মীর মধ্যে একজনকে জামিন দেওয়া হয়েছে। জেলা আমিরসহ বাকি ১১ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। জেলা দায়রা জজ আলমগীর কবীরের আদালতে এ আদেশ দেওয়া হয়। জেলাহাজতে পাঠানো আসামিরা হলেন- জেলা জামায়াতের আমির আবদুল মতিন ফারুকী, জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা আবদুল হাই, আইয়ুব আলী, আবদুল হক, শাকিব জামান, আবদুর সবুর, আবদুল ওয়াব মাস্টার, নুর মোহাম্মদ, নুর ইসলাম, আবদুল আউয়াল ও কফিল উদ্দিন।