সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নৈতিকতা তৈরি হবে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠে- ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, মানুষের নৈতিকতা সৃষ্টি হবে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠের মাধ্যমে। দেশপ্রেমে উন্নত জাতি গঠনের শিক্ষার কোনো বিকল্প নেই। দেশপ্রেমে নিজেকে উজ্জীবিত করতে আদর্শ মানুষ, আদর্শ দেশপ্রেমিকদের নিয়ে আলোচনা করলে দেশপ্রেমিক ছাত্রছাত্রী তৈরি হবে। বাংলার মাটি বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপন ও জাতীয়করণ করার মাধ্যমে বাঙালি জাতিকে শতভাগ শিক্ষিত করার চেষ্টা অব্যাহত আছে। আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান। গতকাল হায়দরনগর-কলাকান্দি আসমেতুন্নেছা উচ্চবিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি গাজিউর রহমান সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর