রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

টাকার বিনিময়ে ভিজিডি কার্ড বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি

আদিতমারীর সারপুুকুর ইউপি সচিবের বিরুদ্ধে ১৩৪ দুস্থ মহিলার মধ্যে ভিজিডি কার্ড মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিতরণের অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান আলী।

জানা যায়, উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ২৩৮৭টি ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সারপুুকুর ইউনিয়নে রয়েছে ৪৩৪টি। ওই ইউনিয়ন পরিষদের সচিব উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধির নাম ভাঙিয়ে ১৩৪টি কার্ড তার নিয়ন্ত্রণে রাখেন। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ১৩৪টি নাম অন্তর্ভুক্ত করা হয় বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ভিজিডি কার্ড বিতরণের সময় বিষয়টি প্রকাশ্যে আসে। সারপুুকুর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, প্রশাসন ও জনপ্রনিধির নাম ভাঙিয়ে ১৩৪টি ভিজিডি কার্ড সচিব নিলেও এগুলো কাউকে দেননি। তিনি মহিলাবিষয়ক অফিসের এক কর্মচারীর সহায়তায় প্রতিটি ভিজিডি কার্ড থেকে ৬-৭ হাজার টাকার বিনিময়ে নাম অন্তর্ভুক্ত করেছেন সচিব। ইউপি সচিব সাইফুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম বলেন, এসব নামের তালিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর হয়ে উপজেলায় জমা হয়। তিনি একজনের নামের সুপারিশ করেছিলেন।

সর্বশেষ খবর