সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পুলিশ পরিচয়ে প্রতারণা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় পুলিশ পরিচয়ে বিয়ে করতে এসে সোহেল রানা (২৪) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার দিবরদিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহেল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে। প্রেম সম্পর্কের ধারাবাহিকতায় শনিবার বিকালে মেয়েকে দেখতে তার বাড়িতে আসেন তিনি। এ সময় তিনি পুলিশের পোশাক পরেছিলেন।  মেয়ে দেখার এক পর্যায়ে তার কথাবার্তায় সন্দেহজনক হলে থানা পুলিশকে খবর দেয় মেয়েটির পরিবার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুয়া পুলিশ বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এরপর এ ঘটনায় গতকাল সকালে আলমগীর হোসাইন বাদী হয়ে থানায় একটি প্রতারণার মামলা করেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর