শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে নিহত ৮

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়কে নিহত ৮

ঝালকাঠিতে গতকাল বাসচালক ও সুপারভাইজারে মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঝালকাঠি : রাজাপুরে বিআরটিসি বাসের চালক, হেলপার ও সুপরভাইজারের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১৫ জন যাত্রী। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সকালে বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের উপজেলার কানুদাশকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। কুমিল্লা : গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত অটোরিকশা চালক ও এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিহতরা হলেন দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের কাসেম মিয়ার স্ত্রী জোৎস্না বেগম (৫২) ও মালিখিল গ্রামের ইয়াকুব আলী (৩০)। বাগেরহাট : ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে দুই ট্রাকের মুখামুখি সংঘর্ষে সুমন (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। নিহতের বাড়ি কুমিল্লায়। তিনি মোকলেসুর রহমনের ছেলে। গতকাল দুপুরে মহাসড়কের শটের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ : কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ইব্রাহিম হোসেন মিজান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২০ যাত্রী। ইব্রাহিম ওই বাসের হেলপার ছিলেন। গতকাল দুপুরে কেয়াবাগান এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় শহরের কোর্ট রোডে গতকাল দুপুরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সুফিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল দুপুরে শহরের কোর্ট রোডে এ দুর্ঘটনা ঘটে। সুফিয়া খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার মৃত আবদুল মজিদের স্ত্রী। নাটোর : গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নাজমা বেগম (৫১) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজমা একই উপজেলার বামনকোলা গ্রামের সাইদুল খাঁর স্ত্রী। গোপালগঞ্জ : গোপালগঞ্জে কুয়াশাচ্ছান্ন থাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এতে ওই সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গতকাল ভোরে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া  হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর