গত বৃহস্পতিবার ময়মনসিংহের গৌরীপুরের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা হয়। আর সে দিনই ডিবি পুলিশের হাতে গরু চুরি মামলায় গ্রেফতার হন গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর সদস্য জহিরুল ইসলাম জেবিন (৩২)। গ্রেফতারের পরদিন শুক্রবার সন্ধ্যায় আদালতে রিমান্ড আবেদনের জন্য তোলা হলে আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠান। উপজেলার পাঁচাশি গ্রাম থেকে লুট হওয়া গরু উদ্ধারের সূত্র ধরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেবিনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় ময়মনসিংহ ডিবি পুলিশ। জানা যায়, ১৯ ফেব্রুয়ারি বিকালে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে পূর্বশত্রুতার জেরে সিরাজুল হকের বাড়িতে সশস্ত্র হামলা চালায় প্রতিপক্ষরা। তখন বেশ কয়েকটি বাড়ি-ঘরে ভাঙচুর লুটপাটের পর অগ্নিসংযোগ করা হয়। এ সময় গোয়াল ঘর থেকে লুট করে নিয়ে যাওয়া হয় চারটি গরু। এ ঘটনায় সিরাজুল হকের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেন।