ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল সকালে উপজেলার কাজিরবেড় থেকে ফজলু হোসেন নামের ওই ধর্ষককে গ্রেফতার করা হয়। বিকালে তাকে থানায় সোপর্দ করা হয়। র্যাব জানায়, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার কাজিরবেড় গ্রামে মাল্টা খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণ করে ফজলু হোসেন।