লালমনিরহাটের আদিতমারীতে তিস্তার চরে চলমান বেড়িবাঁধের (বাম তীর সংরক্ষণ) নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়ম না মেনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লোকজনকে ম্যানেজ করে যাচ্ছেতাই কাজ করছেন ঠিকাদার। পাউবো নিষেধ করার পরও চলছে অনিয়ম। সরেজমিন দেখা যায়, আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে প্রায় ছয়টি নদীগর্ভে চলে গেছে। ইউনিয়নের বাকি অংশ রক্ষায় গত বছর ৪৯ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধের কাজ উদ্বোধন করা হয়। কাজের প্যাকেজের অংশ হিসেবে রংপুরের ঠিকাদার ফরহাদ হোসেন সাত নম্বর প্যাকেজটি পান। স্থানীয় ঠিকাদার নুরে আলম সিদ্দিকি বাবুকে তিনি কাজের দেখভালের দায়িত্ব দেন। দায়িত্ব নেওয়ার পর থেকে বাবু নানা অজুহাতে অনিয়ম করছেন। এর আগেও তার কাজের অংশে জিওব্যাগ ডাম্পিং না করেই ব্লক লুকানোর অভিযোগ ওঠে। এ ছাড়া বাঁধের কাজের অংশ থেকে মেশিন ও ভেকু লাগিয়ে বালু তুলে বিক্রি করা হচ্ছে। অভিযোগের বিষয়ে কর্মচারীদের সর্দার এনামুল হক জানান, আপাতত পিচিংয়ের জন্য ব্লক ফেলা হচ্ছে। কাজের মানের বিষয়ে তিনি বলেন, বস্তা ফেলার চেয়েও কাজ শক্ত হয়েছে। অনেক ব্লক ফেলানো হচ্ছে তাই কাজ আরও ভাল হচ্ছে। পরে জিওব্যাগ ফেলা হবে। বিষয়টি নিয়ে ঠিকাদারের প্রতিনিধি নুরে আলম সিদ্দিকি বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কাজে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন। পাউবোর উপ-সহকারী প্রকৌশলী রতন সরকার বলেন, জিওব্যাগ না ফেলে কোনোভাবেই ব্লক ফেলার নিয়ম নেই। এতে কাজের মান খারাপ হবে। তিনি ঠিকাদারকে নিষেধ করবেন বলে জানান। লালমনিরহাট পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী এ টি এম রেজাউর রহমান বলেন, জিওব্যাগ ফেলার পর ব্লক ফেলতে হবে। আগামী বন্যা মোকাবিলায় আমরা সাইডে পিচিংয়ের কাজ করছি, বস্তা ডাম্পিং করছি। বস্তা না ফেলে ব্লক ফেলানোর বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
লালমনিরহাটে বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর