শিরোনাম
রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

দাওয়াত নিয়ে বিরোধের জেরে খুন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঈশ্বরদী গ্রামে সুন্নতে খাতনার দাওয়াত নিয়ে গতকাল বিকালে সংঘর্ষে চাচার হাতে ভাতিজা ওবায়দুর কারিগর (৪৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট-দশজন। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ওবায়দুর কারিগর ঈশ্বরদী গ্রামের মৃত আলাউদ্দিন কারিগরের ছেলে। ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন তিনি।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, ওবায়দুরের ভাতিজা রবিউল কারিগরের ছেলে মোস্তাকের (১০) সুন্নতে খাতনা উপলক্ষে গত রবিবার ভোজের আয়োজন করা হয়। কিন্তু ওবায়দুরের ছোট ভাই আওয়ালসহ কয়েকজন অনুষ্ঠান বর্জন করেন। এ নিয়ে আত্মীয়-স্বজনের মধ্যে বিরোধ চলছিল। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর