নারায়ণগঞ্জে এক নারীকে হত্যার পর ছিনিয়ে নেওয়া স্বর্ণ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। গতকাল রাতে শহরের স্বর্ণপট্টি এলাকা থেকে স্বর্ণ উদ্ধারের পর দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি। আটকরা হলেন- সঞ্জয় ও বিপ্লব দাশ। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরির্দশক (ওসি) আল মামুন জানান, ৩ মে শহরের পাইকপাড়া এলাকার রমজান মোল্লার স্ত্রী নূর জাহান বেগমকে হত্যা করে স্বর্ণ ছিনিয়ে নেয় দুবৃত্তরা।