কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবকের নাম রবিউল ইসলাম। তিনি উপজেলার ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ফুলবাড়ীর কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৪৩-এর কাছে কাশিপুর ক্যাম্পের বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৪টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক কর হয়। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবককে ফুলবাড়ী থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত সোনার বার সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।