শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা

গ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে উধাও

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকের কাছ থেকে ৫ কোটি টাকা হাতিয়ে উধাও হয়েছে এনওএসএস নামের একটি সংস্থা। গত ৯ মে থেকে সংস্থাটির কার্যালয়ে তালা ঝুলছে। এতে বিপাকে পড়েছেন সঞ্চয় রাখা অসংখ্য গ্রাহক। কষ্টার্জিত টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার ঘিরে ২০১৮ সালে গড়ে তোলা হয় নন-স্টপ অরগানাইজেশন ফর সোস্যাল সার্ভিস (এনওএসএস)। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের নাম শহিদুল ইসলাম মাস্টার। সরকারি কোনো দফতরের অনুমোদন ছাড়াই ঘরভাড়া নিয়ে সংস্থাটির কার্যক্রম শুরু করা হয়। যত সঞ্চয় তত মুনাফা- এমন স্লোগানে ১ লাখ টাকায় প্রতি মাসে আড়াই হাজার লাভ দেওয়ার ঘোষণা দেন। তাদের প্রচারণায় ফাঁদে পড়েন সহস্রাধিক নারী-পুরুষ। একপর্যায়ে গ্রাহকদের জমানো অন্তত ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হন তিনি। উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল বলেন, বিষয়টিও আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর