কুমিল্লায় দুটি হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান গতকাল এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- রবিউল ওরফে রবিউল্লাহ ও আবদুল জলিল। জানা যায়, ২০১৫ সালে চান্দিনা জরুন্ডা গ্রামে শিশু মাসুদকে মাহফিল থেকে ডেকে নিয়ে যায় রবিউল। আলু খেতে নিয়ে তাকে যৌন নির্যাতন করে। মাসুদ বাসায় জানাবে বললে লুঙ্গি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে। অন্য মামলাটি ২০০৯ সালের। এ মামলার অভিযোগে বলা হয়েছে, চান্দিনার নূরপুর এলাকায় ডাকাতের হামলায় খুন হন বাড়ির মালিক মুজিবুর রহমান।