রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

পেনশনের টাকার জন্য বৃদ্ধ খুন, স্ত্রী-মেয়ে গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় পেনশনের টাকা ও জমি নিয়ে বিরোধের জেরে শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম সিদ্দিকীর ভাই সিরাজুল ইসলাম সিদ্দিকী গতকাল থানায় মামলা করেছেন। মামলার পুলিশ নিহতের স্ত্রী মিছফা আক্তার জোৎস্না, মেয়ে শারমিন আক্তার, শেখ তাজরিন আক্তার ও তার স্বামী মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে । অভিযোগ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সিদ্দিকী ব্যাংক কর্মচারী ছিলেন। তার পেনশনের টাকা নিয়ে দীর্ঘদিন পারিবারিক বিরোধ চলছিল।

 স্ত্রী-সন্তানেরা পেনশনের টাকা নিয়ে প্রায়ই ঝগড়াবিবাদ করতেন। স্থানীয়ভাবে কয়েকবার বিষয়টি নিয়ে সালিশ হয়। শুক্রবার রাতেও আত্মীয়-স্বজনদের নিয়ে বৈঠক হয়েছিল। পরে রাতেই রফিকুল ইসলামকে তার স্ত্রী-সন্তানেরা হত্যা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর