সারা দেশে যখন জ্যৈষ্ঠের তাপপ্রবাহ বয়ে চলছে তখন হঠাৎ চুয়াডাঙ্গার আকাশে দেখা দিয়েছে ঘন কুয়াশা। শনিবার সন্ধ্যার পর এবং গতকাল সকাল ৯টা পর্যন্ত এ কুয়াশা দেখা যায়। এটা অস্বাভাবিক আবহাওয়া এবং বাতাসে জলীয়বাষ্প বৃদ্ধির কারণে এমনটা হয়েছে বলে আবহাওয়া পর্যবেক্ষকরা মনে করছেন। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, হঠাৎ শনিবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গার আকাশে কুয়াশা দেখা দেয়। গতকাল সকালেও একই অবস্থা বিরাজ করে। ঘনকুয়াশার কারণে ফোঁটা ফোঁটা পানির কণাও পড়তে দেখা যায়। তিনি বলেন, ‘গত কয়েক দিন চুয়াডাঙ্গায় বৃষ্টি হচ্ছে। এর ফলে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এ জলীয়বাষ্প ঊর্ধŸ আকাশে না গিয়ে নিচের স্তরে ঘনীভূত হয়ে কুয়াশার সৃষ্টি হয়েছে। এটা অস্বাভাবিক আবহাওয়া। কুয়াশা সাধারণত শীতের সময় হয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে এটা গ্রীষ্মকালে দেখা যাচ্ছে।’