মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

কুমিল্লায় সক্রিয় ভুয়া ওয়ারেন্ট তৈরি চক্র

হয়রানির শিকার অনেকে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ভুয়া ওয়ারেন্ট তৈরির চক্র সক্রিয় হয়ে উঠেছে। এতে হয়রানির শিকার হচ্ছেন মানুষ। আদালত ও পুলিশের কেরানি পর্যায়ের একটি চক্র এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যায়, গত ছয় মাসে কুমিল্লার বিভিন্ন থানায় ১৪টি ভুয়া ওয়ারেন্ট তামিলের জন্য পৌঁছে। যা বাস্তবায়নে সংশ্লিষ্ট থানার দায়িত্বরত এসআই আসামিদের বাড়ি যান। সম্মানের ভয়ে অনেকে গাঁঢাকা দিয়েছেন। সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ কেউ। পরবর্তীতে আসামি চ্যালেঞ্জ করলে সংশ্লিষ্ট থানা আদালতে খোঁজ নিয়ে জানতে পারেন, এমন মামলার অস্তিত্ব নেই। সিল, স্বাক্ষর, স্মারক, মামলা নম্বর সবই ভুয়া। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটে লাকসাম থানায়। লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, আমরা একটি ওয়ারেন্ট কপি চেক করে দেখি সেটি ভুয়া। এ বিষয়ে জিডি করা হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ভুয়া ওয়ারেন্টের বিষয় আগে শোনা যেত। ক্রাইম ডাঁটা ম্যানেজমেন্ট সার্ভার চালুর পর কমে এসেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর