শুক্রবার, ২ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিএনপি নীলনকশা তৈরি করছে : মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ আবার আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনবে বুঝতে পেরেই বিএনপি ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করছে। তারা যাতে দেশে নতুন করে আগুন সন্ত্রাস করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন বিজন কুমার চন্দ, দিদার পাশা, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, মো. জিন্নাহ প্রমুখ।

সর্বশেষ খবর