নোয়াখালী সুধারামের সাহেবের হাট এলাকায় কলেজছাত্রী ও তার মাকে মাইক্রো যোগে অপহরণের ঘটনায় সুধারাম থানায় শনিবার রাতে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিফ, সুমন ও সোহেলকে গ্রেফতার করেছে। এর আগে শনিবার সকালে সুধারামের হায়দার মিয়ার হাট এলাকা থেকে সোনাপুর নিজ বাড়িতে আসার পথে আবদুল্যাহপুর ব্যুরো এনজিও অফিসের সামনে থেকে ৮-১০ জন বখাটে যুবক কলেজছাত্রী ও মাকে অটোরিকশা গতিরোধ করে। পরে মেয়েকে অস্ত্রের ভয় দেখিয়ে মাইক্রোতে তুলে নিয়ে যায়। মা ও তার স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে মাইক্রোটিকে আটক করে। মাইক্রোতে থাকা দুই যুবককে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।