বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বিএনপির দুটি গুণ, দুর্নীতি আর মানুষ খুন। আগুনসন্ত্রাস ও স্বাধীনতাবিরোধীদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। গণতন্ত্রের নামে মানুষের জানমালের ক্ষতি করলে আর আগুন দিয়ে পোড়াতে এলে, ওই হাতটা পুড়িয়ে দিতে হবে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে গতকাল উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আমিন চাঁন, জেলা পরিষদ সদস্য দৌলতুজ্জামান দুলাল, আবু সালেহ গেন্দা, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। অনুষ্ঠানে মির্জা আজম বলেন, আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। ইতোমধ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচনে আমাদের জয়ী হতে হবে।