কুষ্টিয়ার মিরপুর উপজেলার তেঘরিয়ায় চলাচলের একটি মাত্র রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পথচারীরা। তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের ৭-৮টি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটিতে বর্ষা মৌসুমে প্রায় সব সময় পানি জমে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের নালার ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। ফলে কাদাপানি জমে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার এমন বেহাল দশার কারণে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, পথচারীরা এমনকি মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ যানবাহনকে অনেক ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। সরেজমিন গিয়ে দেখা যায়, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ওই রাস্তায় প্রায় এক ফুট পানি জমে আছে। স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই স্কুলের পাশের রাস্তায় প্রায় এক ফুট পানি জমে যাচ্ছে। গত দুই তিন বছর ধরে এই বেহাল দশা চলে এলেও রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। অথচও আশপাশের ৭-৮টি গ্রামের লোকজনদের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। রাস্তা নিচু হওয়ায় সব সময় এখানে পানি জমে থাকে। ভারী বর্ষায় আরও পানি জমে বাড়তি ভোগান্তি পোহাতে হয়। তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রায়হান জানান, বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থীকে প্রতিদিন পানিতে পা ভিজিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় অনেক শিক্ষার্থীই বিদ্যালয়ে আসার আগ্রহ হারিয়ে ফেলছে। তিনি দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান। পোড়াদহ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন জানান, সমস্যাটি দীর্ঘদিনের। এর আগে পরিষদ থেকে ফান্ড নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছিল। কিন্তু রাস্তার দুই পাশের বাসিন্দারা বালি ও মাটি ফেলে রাস্তার পানি বের হওয়ার পথ বন্ধ করে দেওয়ায় আবারও নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, খোঁজখবর নিয়ে খুব দ্রুত রাস্তাটির জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা হবে।
শিরোনাম
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
একমাত্র সড়কে জলাবদ্ধতা দুর্ভোগে শিক্ষার্থী-পথচারী
বিদ্যালয়ে আসার আগ্রহ হারাচ্ছে অনেকে
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর