দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি। বাঁধ রক্ষায় ছাড়া হচ্ছে পানি। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে (গেট) দিয়ে প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি। কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা প্রকৌশলী এ টি এম আবদুজ্জাহের বলেন, গতকাল সকাল সাড়ে ১০টায় ১৬টি স্পিলওয়ে ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টি আর উজান থেকে নামছে পাহাড়ি ঢল। ফলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে হ্রদের পানি। বর্তমানে (গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত) হ্রদে পানির উচ্চতা ছিল প্রায় ১০৭.৫৪ ফুট মিন সি লেভেল (এমএসএল)। যা রুলকার্ভদ অনুযায়ী ছয় ফুট বেশি।
ফলে আমরা ঊর্ধŸতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ করে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে খুলে দিয়েছি। এসব স্পিলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে। জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে প্রতি সেকেন্ড আরও ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।