সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে সোনা চোরাচালান বেড়েছে। এ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আরও দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৭৫৫-এর ৩ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশের ২০০ গজ ভিতরে সাধুপাড়া থেকে মঙ্গলবার সন্ধ্যায় ২ কেজি ১২৬ গ্রাম ওজনের ওই স্বর্ণের বার জব্দ করা হয়। যার বাজারমূল্য ১ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৬ টাকা। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে রবিবার একই বিওপির আওতাধীন প্রধানপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৫-এর ৪ নম্বর সাব পিলার এলাকায় ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণবারসহ জুয়েল (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করে বিজিবি। এ নিয়ে তিন দিনে উদ্ধার হওয়া স্বর্ণের বারের সংখ্যা দাঁড়াল ২২টিতে; যার ওজন প্রায় ২২ কেজি। রবিবার উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ছিল প্রায় ২০ কেজি; যার বাজার মূল্য ১৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৮৭৮ টাকা। এসব স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ প্রশ্ন রেখে বলছেন, ঘাগড়া সীমান্ত কি চোরাচালানের নিরাপদ রুট হয়ে উঠেছে? স্থানীয়রা বলছেন, চোরাচালানের নিরাপদ রুট হয়ে উঠছে হাঁড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত। এ সীমান্ত দিয়ে মাদক, স্বর্ণ, গরু, আলু, পাট, জুতা, কাপড়সহ নানা ধরনের জিনিসপত্র চোরাচালান হচ্ছে। বিভিন্ন সময় বিজিবি চোরাচালানের পণ্যসহ জড়িতদের আটক করছে। মামলাও হচ্ছে। কিন্তু আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আবার তারা চোরাচালানে জড়িয়ে পড়ছে। এ সীমান্তে হত্যাও বাড়ছে। এক যুগে এ সীমান্তে বিএসএফের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। ৬ সেপ্টেম্বর রাতেও বিএসএফের গুলিতে নুর ইসলাম নামে এক তরুণ নিহত হন। নাম গোপন রাখার শর্তে স্থানীয়রা জানান, রাতে চোরাকারবারিদের আনাগোনা বেড়ে যায়। তাদের কিছু বলাও যায় না। বিশেষ করে মাদকের চোরাচালান বেড়েছে। এ রুট দিয়ে আনা ভারতীয় মাদক চলে যাচ্ছে দেশের নানা এলাকায়। বিজিবি বলছে, এখানে ১৯ কিলোমিটারের মধ্যে বিজিবি ক্যাম্প মাত্র একটি। অনেক সময় বিজিবির চোখ ফাঁকি দিয়ে অনেকে চোরাচালান করছে। আরও কয়েকটি ক্যাম্প স্থাপনের কাজ শেষের দিকে। এগুলো স্থাপন হলে বিজিবির টহল বাড়বে।
শিরোনাম
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
সীমান্তে বেড়েছে সোনা চোরাচালান
পঞ্চগড়ের ঘাগড়ায় তিন দিনে জব্দ ২২ কেজি
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম