ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে বিদ্যুৎপৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজন খামার কর্মচারী, অন্যজন কৃষক। প্রতিনিধিদের পাঠানো খবর-
ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরে মঙ্গলবার রাতে হাঁসের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনা জেলার মাসকা গ্রামের আবদুল বারেকের ছেলে।
ঝিনাইদহ : কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহিম (৩৬) নামে কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার মনোহরপুর গ্রামের মাঠে গতকাল এ ঘটনা ঘটে। রহিম ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
তার প্রতিবেশী স্কুল শিক্ষক আবুল বাশার জানান, রহিম কৃষি কাজের পাশাপাশি ভ্যান চালাতেন। গতকাল মাঠে ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যান। এ সময় মাঠের একটি মোটর ঘরে পানি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।