দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর-
চাঁদপুর : ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে আবদুর রহমান (২৮) ও সোহাগ (২২) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতাবাজার চৌধুরী বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কামতা এলাকার আবদুর রহমান ও সোহাগ।
চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলার মহারাজপুরে গতকাল সকালে বালুভর্তি ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
লালমনিরহাট : লালমনিরহাটে ট্রাকচাপায় নিহত হয়েছে সাইফান (৮) নামে এক শিশু। সাইফান কাছিমবাজার গ্রামের আক্কাস আলীর ছেলে।
টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে নির্মাণাধীন ব্রিজের নিচের খাদে পড়ে মনির হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মনির হোসেন কালিহাতী উপজেলার বল্লা গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে।
দিনাজপুর : দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সাব্বির (১৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সাব্বির উপজেলার রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পাবনা : সাঁথিয়ায় মোটরসাইকেল চালানোর সময় সড়ক দুর্ঘটনায় পিয়াস আহমেদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।