গরু চুরির আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অধিকাংশ গ্রামের মানুষ। চোররা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতি রাতেই গরু চুরি করতে আসছে। এতে নির্ঘুম রাত কাটছে গরুর মালিকদের। এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষা গ্রামে এলাকাবাসীর গণপিটুনিতে তিন গরু চোরের মৃত্যু হয়। নিহতদের সবার বিরুদ্ধে চুরি ডাকাতি ও হত্যাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। এ ঘটনার পরই হঠাৎ উপজেলার বিভিন্ন গ্রামে গরু চোরদের উপদ্রব বেড়ে গেছে। ২২ জানুয়ারি রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের মহিষবাথান গ্রামে চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর ধাওয়ায় চোররা দুটি মহিষ রেখে পালিয়ে যায়। এর তিন দিন পর একই ইউনিয়নের খানমরিচ গ্রামে চারটি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র। গত বুধবার রাতে হেলেঞ্চা গ্রামে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর ধাওয়ায় গরু রেখে পালিয়ে যায় চোররা। একই দিন উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে রজব সরকারের বাড়িতে গরু চুরি করতে এলে এলাকাবাসীর ধাওয়ায় চোররা পালিয়ে যায়। খানমরিচ ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার খান মিঠু বলেন, প্রতিটি গ্রামে পাহারার ব্যবস্থা করা হয়েছে। প্রধান প্রধান সড়কে চেক পোস্ট বসিয়েছি, এতে পুলিশও সহযোগিতা করছে। এতে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক বলেন, চুরির উপদ্রব ঠেকাতে উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামবাসীর সহযোগিতায় রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এসব পাহারায় পুলিশ সার্বিক সহযোগিতা করছে। এ ছাড়া পুলিশের টহল জোরদার করা হয়েছে।
শিরোনাম
- মালয়েশিয়ায় খেলার মাঠেই মারা গেলেন গোলরক্ষক
- শহীদ নারীযোদ্ধাদের পরিবার যেন হারিয়ে না যায়: উপদেষ্টা শারমিন
- গ্রেনাডা টেস্ট: লড়াই জমিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া
- ভাষানটেকে মাদ্রাসা পড়ুয়া শিশুর রহস্যজনক মৃত্যু
- ট্রাম্পের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে, বললেন জেলেনস্কি
- রাজামৌলির ছবিতে প্রিয়াঙ্কা?
- খুশকি দূর করার প্রাকৃতিক উপায়
- ২৩ বছর পর ফিরছে ‘জাদু’? ‘কৃষ-৪’ সিনেমায় থাকছে আরও যে চমক
- কাউফলে আছে নানারকম গুণ
- পাঁচ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছে ইসরায়েল: রিপোর্ট
- থ্রেডসে ‘মেসেজ সিস্টেম’ আনলো মেটা
- একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর অপচেষ্টা করছে : মির্জা ফখরুল
- বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- খিলগাঁওয়ে কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ
- টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১, এখনও নিখোঁজ বহু
- তিন বিভাগে অতি ভারী বর্ষণের আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা
- লাগামহীন লুটপাট আওয়ামী লীগ আমলের বড় নির্দেশক : উপদেষ্টা আসিফ
- জুভেন্টাসে পাড়ি জমালেন কানাডার রেকর্ড গোলস্কোরার
- তুরস্কে তিন বিরোধীদলীয় মেয়র গ্রেফতার
- এআই দিয়ে তৈরি ভিডিও কীভাবে চিনবেন?