নোয়াখালীর সুবর্ণচরের চরবৈশাখী গ্রামে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন ছয়জন। গুরুতর অবস্থায় ছালেহা বেগম (৫০), কহিনুর ও রিপন নামে তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।