রাজবাড়ীর পদ্মা নদীতে বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ ধরা পড়েছে। নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার অংশে গতকাল স্থানীয় জেলের জালে মাছটি ধরা পড়ে। ঢাই মাছের সঙ্গে দুটি বড় আকারের ইলিশও উঠে আসে তার জালে। জেলে হজরত মন্ডল মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে যান।