কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আহত নারী জনুআরা বেগম (৩৫) মারা গেছেন। গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। ওই নারী উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা পাহাড়তলি এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী। কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, সোমবার রাতে প্রাকৃতিক কাজ সারতে ঘরের বাইরে বের হন জনুআরা। এ সময় দলছুট একটি বন্যহাতি তাকে শুঁড় দিয়ে আছড় মারে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চমেকে ভর্তি করেন।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, খাবারের সন্ধানে বন্যহাতি পাহাড় সংশ্লিষ্ট লোকালয়ে এসে পড়ে। এতে লোকজনের প্রাণহানি ঘটে।