ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী ছোট ভাইয়ের লাশ আনতে যাওয়ার পথে বাসে স্ট্রোক করে মারা গেছেন বড় ভাই। পাঁচ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃতরা হলেন দ্বীন ইসলাম (৫৮) ও তাজুল ইসলাম (৫৫)। তারা নোয়াখালীর সোনাইমুড়ীর আনন্দীপুর গ্রামের সিদ্দীক উল্যাহর ছেলে। স্থানীয় ইউপি সদস্য মাকছুদুর রহমান জানান, ২০ বছর ধরে তাজুল ইসলাম ওমানে বসবাস করছেন। পাঁচ দিন আগে সেখানে স্ট্রোক করে মারা যান তিনি। গতকাল (শুক্রবার) সকালে তার লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা ছিল। এজন্য বড় ভাই দ্বীন ইসলাম বুধবার ঢাকার উদ্দেশে রওয়ানা হন। পথে বাসে স্ট্রোক করেন তিনি। ওই দিন রাতে তাকে ঢাকার একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যান শওকত আকবর বলেন, শুক্রবার সকালে তাজুলের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে দাফন করা হয় দ্বীন ইসলামের লাশ।