নীলফামারীর ডিমলায় ৩০ জন সুবিধাভোগীর বয়স্ক ভাতা বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে, এসব সুবিধাভোগীকে মৃত্যু ও নিরুদ্দেশ দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ করে দিয়েছে উপজেলা সমাজসেবা অফিস। যাচাই-বাছাই না করে ভাতা বন্ধ করায় কষ্টে দিন কাটাছে এসব মানুষ। তবে সমাজসেবা কর্মকর্তার দাবি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেওয়া প্রত্যয়নের ভিত্তিতেই ভাতা বন্ধ করা হয়েছে। যদিও তা অস্বীকার করেছেন অভিযুক্ত ওই ইউনিয়নের জনপ্রতিনিধিরা। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ভাতাভোগীর সংখ্যা ২৬ হাজার ২৩০। এর মধ্যে বয়স্ক ১২ হাজার ১৮৫, প্রতিবন্ধী ৬ হাজার ৪৭ এবং বিধবা ভাতাধারী ৭ হাজার ৮৯৮ জন। সম্প্রতি সমাজসেবা কার্যালয়ে বয়স্ক ভাতা তুলতে গিয়ে খালিশা চাপানি ইউনিয়নের পুর্নারঝাড় গ্রামের বাসিন্দা হামিদুল ইসলাম নামের এক বৃদ্ধ জানতে পারেন তাকে মৃত দেখানো হয়েছে। তার নামের বরাদ্দ করা বয়স্ক ভাতা বাতিল করা হয়েছে। প্রায় পাঁচ বছর ধরে নিয়মিত বয়স্ক ভাতা পেয়েছিলেন তিনি। কিন্তু ছয় মাসের বেশি সময় ধরে এই বৃদ্ধ আর ভাতা পাচ্ছেন না। তাই ভাতা কার্ড বাতিল হয়ে গেছে। জীবিত থাকতেই কীভাবে মৃত দেখানো হলো? কারা এমনটি করলেন? এর কিছুই জানেন না বৃদ্ধ হামিদুল ইসলাম। খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রামের আজিরন বেওয়া সাত বছর ধরে বয়স্ক ভাতা পেয়েছেন। তবে গত ৯ মাস ধরে ভাতা পাননি। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের মাধ্যমে সমাজসেবা কার্যালয়ে গিয়ে জানতে পারেন কাগজে-কলমে তিনি মৃত। তাই ভাতা বন্ধ। মৃত্যু সনদ ছাড়া ভাতা বাতিলের বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন্নাহার নুরী বলেন, ‘ভাতাভোগীদের সঠিক যাচাই-বাছাইয়ের সময় যাদের পাওয়া যায়নি; নিরুদ্দেশ দেখিয়ে তাদের ভাতা কার্ড বাতিল করা হয়। নতুন সুবিধাভোগীর নাম প্রতিস্থাপন করা হয়েছে। এ সংখ্যা ৫-৭ জনের বেশি নয়।’ নিরুদ্দেশ ব্যক্তিদের প্রত্যয়নপত্র বা মৃত্যু সনদ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানরা নিরুদ্দেশ ব্যক্তিদের তালিকা দিয়েছেন। তবে তালিকার কপি দেখাতে অস্বীকৃতি জানান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, মৃত্যু সনদ ছাড়া ভাতা বাতিলের কোনো সুযোগ নেই। এ ঘটনায় তদন্ত করে কোনো অনিয়ম পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
বয়স্ক ভাতা বন্ধ সুবিধাভোগীদের
মৃত ও নিরুদ্দেশ দেখানোর অভিযোগ!
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর