নীলফামারীর ডিমলায় ৩০ জন সুবিধাভোগীর বয়স্ক ভাতা বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে, এসব সুবিধাভোগীকে মৃত্যু ও নিরুদ্দেশ দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ করে দিয়েছে উপজেলা সমাজসেবা অফিস। যাচাই-বাছাই না করে ভাতা বন্ধ করায় কষ্টে দিন কাটাছে এসব মানুষ। তবে সমাজসেবা কর্মকর্তার দাবি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেওয়া প্রত্যয়নের ভিত্তিতেই ভাতা বন্ধ করা হয়েছে। যদিও তা অস্বীকার করেছেন অভিযুক্ত ওই ইউনিয়নের জনপ্রতিনিধিরা। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ভাতাভোগীর সংখ্যা ২৬ হাজার ২৩০। এর মধ্যে বয়স্ক ১২ হাজার ১৮৫, প্রতিবন্ধী ৬ হাজার ৪৭ এবং বিধবা ভাতাধারী ৭ হাজার ৮৯৮ জন। সম্প্রতি সমাজসেবা কার্যালয়ে বয়স্ক ভাতা তুলতে গিয়ে খালিশা চাপানি ইউনিয়নের পুর্নারঝাড় গ্রামের বাসিন্দা হামিদুল ইসলাম নামের এক বৃদ্ধ জানতে পারেন তাকে মৃত দেখানো হয়েছে। তার নামের বরাদ্দ করা বয়স্ক ভাতা বাতিল করা হয়েছে। প্রায় পাঁচ বছর ধরে নিয়মিত বয়স্ক ভাতা পেয়েছিলেন তিনি। কিন্তু ছয় মাসের বেশি সময় ধরে এই বৃদ্ধ আর ভাতা পাচ্ছেন না। তাই ভাতা কার্ড বাতিল হয়ে গেছে। জীবিত থাকতেই কীভাবে মৃত দেখানো হলো? কারা এমনটি করলেন? এর কিছুই জানেন না বৃদ্ধ হামিদুল ইসলাম। খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রামের আজিরন বেওয়া সাত বছর ধরে বয়স্ক ভাতা পেয়েছেন। তবে গত ৯ মাস ধরে ভাতা পাননি। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের মাধ্যমে সমাজসেবা কার্যালয়ে গিয়ে জানতে পারেন কাগজে-কলমে তিনি মৃত। তাই ভাতা বন্ধ। মৃত্যু সনদ ছাড়া ভাতা বাতিলের বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন্নাহার নুরী বলেন, ‘ভাতাভোগীদের সঠিক যাচাই-বাছাইয়ের সময় যাদের পাওয়া যায়নি; নিরুদ্দেশ দেখিয়ে তাদের ভাতা কার্ড বাতিল করা হয়। নতুন সুবিধাভোগীর নাম প্রতিস্থাপন করা হয়েছে। এ সংখ্যা ৫-৭ জনের বেশি নয়।’ নিরুদ্দেশ ব্যক্তিদের প্রত্যয়নপত্র বা মৃত্যু সনদ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানরা নিরুদ্দেশ ব্যক্তিদের তালিকা দিয়েছেন। তবে তালিকার কপি দেখাতে অস্বীকৃতি জানান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, মৃত্যু সনদ ছাড়া ভাতা বাতিলের কোনো সুযোগ নেই। এ ঘটনায় তদন্ত করে কোনো অনিয়ম পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
শিরোনাম
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
- সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
- ড্যাবের সভাপতি হারুন, মহাসচিব শাকিল
- ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা নয়, তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি
- চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১৯ বিপজ্জনক কন্টেইনার ধ্বংস
- নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ আনসার সদস্য : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্যারামাউন্ট স্কাইড্যান্স
- মির্জা ফখরুলের সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ
- জামায়াতের আইনজীবীর হেনস্তার শিকার তিন সাংবাদিক
- নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে ১৮ দফা জামায়াতের
- কেনিয়ায় ১২ আরোহীসহ বিমান বিধ্বস্ত
বয়স্ক ভাতা বন্ধ সুবিধাভোগীদের
মৃত ও নিরুদ্দেশ দেখানোর অভিযোগ!
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর