জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বিএনপি ও জামায়াত-শিবিরের আগুনসন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সব সূচকে এগিয়ে যাচ্ছিল। এ উন্নয়ন ব্যাহত করে দেশকে একটি অকার্যকর ও জঙ্গি রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বিএনপি ও জামায়াত-শিবির নৈরাজ্য সৃষ্টি করেছে। অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করেছে। তারা দেশের উন্নয়ন ব্যাহত করার জন্য মেট্রোরেলের স্টেশন, সেতু ভবন, বিটিভিসহ রাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় গানপাউডার দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। গতকাল বিএনপি, জামায়াত-শিবিরের ক্ষতিগ্রস্ত দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি সুলতানা বুলবুল, দিনাজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার প্রমুখ।