রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আগুনসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বিএনপি ও জামায়াত-শিবিরের আগুনসন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সব সূচকে এগিয়ে যাচ্ছিল। এ উন্নয়ন ব্যাহত করে দেশকে একটি অকার্যকর ও জঙ্গি রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বিএনপি ও জামায়াত-শিবির নৈরাজ্য সৃষ্টি করেছে। অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করেছে। তারা দেশের উন্নয়ন ব্যাহত করার জন্য মেট্রোরেলের স্টেশন, সেতু ভবন, বিটিভিসহ রাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় গানপাউডার দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। গতকাল বিএনপি, জামায়াত-শিবিরের ক্ষতিগ্রস্ত দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি সুলতানা বুলবুল, দিনাজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার প্রমুখ।

সর্বশেষ খবর