শিরোনাম
শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

২ কোটি টাকার কাপড় উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোয়া ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্ত ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্যরা। বুধবার বিকালে বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় উদ্ধার করা হয়। গতকাল গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট থেকে ঢাকাগামী বালুবোঝাই একটি ডাম্পার ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ কাপড় উদ্ধার করা হয়।

দ্ধার কাপড়ের মধ্যে রয়েছে লেহেঙ্গা ৭৩১ পিস, শাড়ি ৩৭০ পিস, থান কাপড় ২১১৪ মিটার এবং থ্রি-পিস ২৬৩টি। এসব কাপড়ের বাজার মূল্য প্রায় ২ কোটি ২৮ লাখ ৯০ হাজার ৭০০ টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর