নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের ওপর থেকে নিচে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন গুরুতরসহ আহত হয়েছেন ৪০ জন। শনিবার দিবাগত রাতে পৌরশহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন - সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে নুরুল ইসলাম (৫০) ও হবিগঞ্জের মৃত ইদ্রিস আলীর ছেলে নুর উদ্দিন (৪৫)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে সিলেটগামী ঢাকা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে অন্য আরেকটি ট্রাকের মুখোমুখী হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায়। এদিকে নাটোরের সিংড়া উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহাবুব আলম বুলবুল (৪৭) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। বুলবুল সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামের সাবেক সদস্য ছিলেন।