পলাশের ঘোড়াশালে জনতা জুটমিলে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। মলের তিনজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিকরা জানান, কয়েকদিন ধরে বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলন করছেন তারা। বৃহস্পতিবার রাতে দাবি-দাওয়া নিয়ে শ্রমিক ও মিল কর্তৃপক্ষ আলোচনা বসেন। মালিকপক্ষ দাবি মেনে নিতে ১৫ দিন সময় চান। বেশির ভাগ শ্রমিক বিষয়টি মেনে নিলেও কিছু শ্রমিক বিরোধিতা করেন। তারা প্রশাসনিক ভবনসহ কয়েক স্থানে ভাঙচুর চালান।