মাদারীপুরে সাবেক ইউপি সদস্য মহসিন আকনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। জমি নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার এওজ বাজারের কাছে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে জখম করে। সদর থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানান, দুধখালী ইউপির সাবেক সদস্য মহসিন আকন মারা গেছেন খবর পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মেয়ের জামাতা সাঈদ ব্যাপারী বলেন, ‘জমি নিয়ে বিরোধ চলছে আমার সঙ্গে। ওরা আমার শ্বশুরকে কুপিয়ে হত্যা করছে। এ ঘটনার ন্যায় বিচার চাই।’