শিরোনাম
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহযোগিতা কামনা

সিরাজগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা ও লুট হওয়া অস্ত্র দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আলমগীর রহমান। গতকাল দুপুরে এনায়েতপুরে সামাজিক নিরাপত্তা ও সামাজিক আইনশৃঙ্খলা রক্ষার্থে সর্বস্তরের মানুষের সঙ্গে বিশেষ সাধারণ সভায় তিনি এ আহ্বান জানান।

 তিনি বলেন, লুট হওয়া অথবা অবৈধ অস্ত্র কারও কাছে আছে- এমন তথ্য থাকলে যেকোনো মারফরত পুলিশকে জানাবেন। মতবিনিময় সভায় সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল নাহিদ, জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান ও পুলিশ সুপার ফারুক হোসেন বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ৪ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনে এনায়েতপুর থানায় হামলার ঘটনা ঘটে। এ সময় ১৫ পুলিশ সদস্য নিহত হন। এ ছাড়া অস্ত্র লুট করে থানায় আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এ ঘটনায় আওয়ামী লীগের পাঁচ নেতাসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সর্বশেষ খবর