ঢাকার সাভার, গাজীপুরের কোনাবাড়ী ও টঙ্গীতে ছয়টি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে গতকাল কর্মবিরতি-বিক্ষোভ করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
সাভার : কারখানার লরি চাপায় আহত এক নারী শ্রমিকের উপযুক্ত ক্ষতিপূরণ ও কর্মকর্তাদের চাকরিচ্যুত করাসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে সাভারের তিনটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সকাল থেকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকার ভার্টেক্স গ্রুপের নিউ ফ্যাশন, স্ট্যান্ডার্ড গ্রুপের দ্য সিভিল ইঞ্জিনিয়ারস ওভেন ও দ্য সিভিল ইঞ্জিনিয়ারস ওয়াশ কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। শ্রমিক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভারটেক্স গ্রুপের নিউ ফ্যাশন কারখানায় একটি লরি মূল ফটকের সামনে আদুরী খানম নামে এক নারী শ্রমিককে চাপা দেয়। আহত ওই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়াসহ তার চিকিৎসায় কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কারখানা কর্তৃপক্ষ। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল কারখানার অন্যান্য শ্রমিক আহত আদুরী খানমের ভরণ পোষণসহ যথাযথ ক্ষতিপূরণ প্রদানসহ যাবতীয় দায়িত্ব গ্রহণের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করতে থাকে। দুপুর পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভের মুখে কারখানাটিতে ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। এ ছাড়া অতিরিক্ত ডিউটি বন্ধ করা, ছুটির বিপরীতে জেনারেল ডিউটি না করানোসহ আরও বেশ কয়েকটি দাবির কাথা জানিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। অন্যদিকে, কয়েকজন স্টাফকে চাকরিচ্যুত করার দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন সাভারের হেমায়েতপুর এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড গ্রুপের দুই কারখানা দ্য সিভিল ইঞ্জিনিয়ারস ওভেন লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ারস ওয়াশ লিমিটেডের শ্রমিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক স্ট্যান্ডার্ড গ্রুপের একজন কর্মকর্তা বলেন, শ্রমিকদের দাবি অনুযায়ী, শ্রমিকরা এখন দাবি করছে, কর্মকর্তার বদলে সরাসরি মালিকের কাছ থেকে স্টাফদের চাকরিচ্যুত করার ঘোষণা চান। এই দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে রেখেছেন। ওসি মো. জুয়েল মিঞা বলেন, নারী শ্রমিককে চাপা দেওয়ার ঘটনায় পুলিশ লরিচালক মো. সবুজ হালদারকে (৩৩) গ্রেপ্তার করেছে। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। গাজীপুর : হাজিরা বোনাস, শতভাগ সার্ভিস বেনিফিট, দুই ঈদে ছুটি বাড়ানো ও বার্ষিক বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকার ইসলাম গ্রুপের পোশাক শ্রমিকরা কারখানা দুটির কর্মবিরতি পালন করেছেন। পরে কারখানা দুটির শ্রমিকদের দাবি-দাওয়া কর্তৃপক্ষ মেনে নিতে সম্মত হলে তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। টঙ্গী : টঙ্গীতে বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও আট দফা দাবিতে কারখানার ভিতর অবস্থান কর্মসূচি পালন করেছেন কারখানার শ্রমিকরা। ফেমাস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফেমাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শ্রমিকরা গতকাল আট দফা দাবি জানিয়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, পাঁচ দিন ধরে কারখানার ভিতরে দিনরাত পালাক্রমে সব শ্রমিকরা অবস্থান করছেন। কারখানা মালিক আমাদের কোনো দাবি মেনে নেয়নি। বকেয়া বেতনও পরিশোধ করছেন না। শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) কৃপা সিন্ধু বালা বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।