বগুড়ার গাবতলীর সুখানপুকুর রেলওয়ে স্টেশনে আন্তনগরসহ সব ধরনের ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। গতকাল দুপুর ১২টার দিকে দোলনচাঁপা নামক আন্তনগর ট্রেন থামিয়ে লাইন অবরোধ করেন তারা। ১৫ মিনিট সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। অবরোধ তুলে নিলে চলাচল স্বাভাবিক হয়। অবরোধকারীরা জানান, সুখানপুকুর রেলস্টেশন খুবই গুরুত্বপূর্ণ। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এক বছর ধরে কমিউটার ট্রেন যাত্রাবিরতির জন্য দফায় দফায় দাবি জানিয়ে আসছি। কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দেয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ মন্ত্রণালয়ে দাবি জানাচ্ছি কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য।
সুখানপুকুর রেলওয়ে স্টেশন মাস্টার আরাফাত হোসেন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তারা স্টেশন চত্বরে আন্তনগর ট্রেন থামিয়ে অবরোধ শুরু করেন। দোলনচাঁপা কমিউটার ট্রেনটি অবরোধ করা হয়।